শিরোনাম
ইংরেজিতে কুপোকাত রাজশাহী বোর্ড!
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ২০:১১
ইংরেজিতে কুপোকাত রাজশাহী বোর্ড!
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

এবার এইচএসসি পরীক্ষায় ফলাফলে বিপর্যয় ঘটেছে রাজশাহী শিক্ষা বোর্ডে। অবশ্য গত সাত বছর ধরেই নিম্নমুখী হচ্ছে বোর্ডের ফলাফল। ২০১১ সালে যেখানে বোর্ডের গড় পাসের হার ছিলো ৭৯ দশমিক ০১ শতাংশ, সেখানে এ বছর এসে তা দাঁড়িয়েছে ৭১ দশমিক ৩০ শতাংশে। সাত বছরে পাসের হার কমেছে ৭ দশমিক ৭১ শতাংশ।


শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, এবার সবচেয়ে বেশি ফল খারাপ হয়েছে ইংরেজিতে। ইংরেজি ভীতির করণে এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এই বিষয়েই। শিক্ষাজীবন শুরু থেকে বিদেশি এই ভাষার প্রতি শিক্ষার্থীদের ভয়ের কারণে ফল বিপর্যয় হয়েছে। তাই ইংরেজি নিয়ে ভয় কাটাতে এবার নতুনভাবে কাজ করার ব্যাপারে চিন্তা করছে বোর্ড।


বোর্ডের সাত বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০১১ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিলো- ৭৯ দশমিক ০১ শতাংশ। ২০১২ সালে ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ। এরপর ২০১৩ সালে ৭৭ দশমিক ৬৯ শতাংশ, ২০১৪ সালে ৭৮ দশমিক ৫৫ শতাংশ, ২০১৫ সালে ৭৭ দশমিক ৫৪ শতাংশ, ২০১৬ সালে ৭৫ দশমিক ৪০ শতাংশ এবং সর্বশেষ এ বছর এসে দাঁড়িয়েছে ৭১ দশমিক ৩০ শতাংশে।


এবারের এইচএসসি পরীক্ষা ফল বিশ্লেষণ করে দেখা গেছে, অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কেবল এক বিষয়েই অকৃতকার্য হয়েছে ২৭ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি ধস নেমেছে ইংরেজি বিষয়ে। অথচ গতবারও এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৭ হাজার ১১৩ জন। যা এবার ১০ হাজার বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৬১ জনে।
আগের বছর এক বিষয়ে অকৃতকার্যের হার ছিলো ১৪ দশমিক ৭৮ শতাংশ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২২ দশমিক ৫৪ শতাংশে। ২০১১ সালে যা ছিলো ১২ দশমিক ৩৯ শতাংশ। ফলে বাড়তে বাড়তে ২০১৭ সালে এসে যে সংখ্যায় ঠেকেছে তা দেখে এবার রীতিমতো চোখ কপালে উঠেছে শিক্ষা বোর্ড কর্মকর্তাদের।


রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার বলেন, এখনকার শিক্ষার্থীদের মনের মধ্যে ছাত্রজীবনের শুরুতেই ইংরেজি ভীতি ভর করছে। এক-দুই পাতা ইংরেজি মুখস্থ করে পরীক্ষার খাতায় লেখাকে তারা অনেকেই অসাধ্য ভেবে ফেলছে। এজন্য আমরা শ্রেণিকক্ষে ইরেজি বিষয়ের সব সময়ই বেশি গুরুত্ব দিতে বলি। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীই তা গ্রহণ করতে চায় না।


তিনি আরো বলেন, এখন থেকে ইংরেজি বিষয়টিকে আরো গুরুত্ব দেয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা পাঠানো হবে। তবে এ জন্য শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের অধিকতর উদ্যোগী হতে হবে। ইংরেজি বিষয়ে সন্তানদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পারলে ভীতি কেটে যাবে বলে মনে করেন তিনি।


রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন। সব বিষয়ে পাস করেছে ৮৬ হাজার ৮৭২ জন।


বিবার্তা/রিমন/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com