শিরোনাম
দিনাজপুর বোর্ডে ১৬ কলেজে কেউ পাস করেনি
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৯:৪৬
দিনাজপুর বোর্ডে ১৬ কলেজে কেউ পাস করেনি
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করেছে ১৬টি কলেজের শিক্ষার্থীরা।


এদিকে এমন ফল বিপর্যয়ে ভেঙ্গে পড়েছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মিডিয়ার কাছে মুখ খুলছেন না শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।


দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, দিনাজপুর শিক্ষা বোর্ডে যে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, তার মধ্যে রয়েছে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ, কামলার পাড়া কলেজ, সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ, নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ কলেজ, কুড়িগ্রাম উলিপুরের থেতরাই এ জে কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার দোলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট আদিদমারী উপজেলার কুমরিরহাট এস সি স্কুল অ্যান্ড কলেজ, নামুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, মহিষাহার স্কুল অ্যান্ড কলেজ, কালিগঞ্জ উপজেলার বারাজান নয়া কলেজ, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারী তলা আদর্শ কলেজ, রংপুর পীরগাছা উপজেলার তাম্বুলপুর কলেজ, পীরগঞ্জ উপজেলার মহিয়সী বেগম রোকেয়া কলেজ এবং মিঠাপুকুর উপজেলার মির্জাপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ।


বিবার্তা/শাহী/আমিরুল/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com