শিরোনাম
চাল পাচারকালে আটক ৫ খাদ্য কর্মকর্তা রিমান্ডে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৮:২৭
চাল পাচারকালে আটক ৫ খাদ্য কর্মকর্তা রিমান্ডে
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীতে ১৫৫ মেট্রিকটন সরকারি চাল পাচার এবং পাচারের সাথে জড়িত আটক পাঁচ খাদ্য কর্মকর্তাকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদের আদালত এ নির্দেশ দেন।


বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, সরকারি চাল পাচারের অভিযোগে খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তাসহ আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।


উল্লেখ্য, ১৭ জুলাই (সোমবার) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর হালিশহর সিএসডি গোডাউন ও সিটি গেইট সংলগ্ন অপর একটি বেসরকারি গুদামে অভিযান চালিয়ে সাত ট্রাক ভর্তি ১৫৫ মেট্রিক টন (৩ হাজার ৯৬ বস্তা) সরকারি চাল পাচারেরকালে জব্দ করে র‌্যাব। পাচারের কাজে জড়িত থাকায় পাঁচ খাদ্য কর্মকর্তাকে আটক করা হয়। তারা হলেন-ম্যানেজার প্রণয়ন চাকমা (৪৭), শামসুল হুদা (৪৮), মিজান (২২), শফি আলম (২৭) ও মো, ওসমান (৪৫)।


এ ঘটনায় র‌্যাব-৭ এর নায়েক সুবেদার জহির উদ্দিন বাদী হয়ে নগরীর হালিশহর থানায় একটি মামলা করেন।


বিবার্তা/রাজু/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com