শিরোনাম
‘দাবি আদায় করতে রাজপথে রক্ত দেবো’
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৬:৫৪
‘দাবি আদায় করতে রাজপথে রক্ত দেবো’
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে নালিতাবাড়ীতে অবসর ও কল্যাণের বর্ধিত চাঁদা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, ৫% প্রবদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ পেনশন-বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান এমপিওকরণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও মিছিল করেছে মাধ্যমিক শিক্ষকরা।।


রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তরা বলেন, আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো পূর্ণ বেতন চাই। সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে আমাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা উচিত। সরকার আমাদের ১১ দফা মেনে নিবে। যদি আমাদের যুক্তিসঙ্গত দাবি মানা না হয়, তাহলে দাবি আদায় করতে প্রয়োজনে রাজপথে রক্ত দেবো।


এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল হক কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম, সামেদুল ইসলাম, জয়নাল আবেদিন, মশিউর রহমান, শ্যামল চন্দ্র বর্মণ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নয়াবিল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম।


সমাবেশ শেষে শিক্ষকরা একটি মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে গিয়ে শেষ হয়।


বিবার্তা/সানী/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com