শিরোনাম
রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানেও সংঘর্ষ
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১৯:১০
রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানেও সংঘর্ষ
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদলের দু'গ্রুপের এ সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে নগরীর তেরোখাদিয়ায় এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


এর আগে গত জুনে রাজশাহী জেলা বিএনপির কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। পরের দিন মহানগর বিএনপির কর্মী সম্মেলনেও একই ঘটনা ঘটে।


শনিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। অনুষ্ঠানে দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শালসহ স্থানীয় শীর্ষ নেতারাও অংশ নেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর পর একের পর এক নেতা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহম্মেদ ডিকো বক্তব্য দিতে চান। কিন্তু তাকে বক্তব্য দিতে দেয়া হয়নি। এ সময় তার অনুসারীরা অনুষ্ঠানস্থলে হট্টগোল ও চেয়ার ভাঙচুর শুরু করেন।


এ সময় ছাত্রদলের অপর অংশের নেতাকর্মীরা তাদের বাধা দেন। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কমিউনিটি সেন্টারের বাইরেও। দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত তিন নেতাকর্মী আহত হন। এর কিছুক্ষণ পর সংঘর্ষ থেমে যায়। তবে এ সময় পুলিশ কাউকে আটক করেনি।


নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, সংঘর্ষ ঘটেছে কমিউনিটি সেন্টারের ভেতরে। পুলিশ দায়িত্ব পালন করছে বাইরে। তাই কাউকে আটক করা যায়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।



এদিকে ছাত্রদলের এ সংঘর্ষের মাঝেও বিএনপির অনুষ্ঠান চলে। তবে অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি কমে যায়। পরে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সাবেক এমপি ফজলুল হক মিলন ছাত্রদলের নেতাকর্মীদের সমালোচনা করেন। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হয়।


বিবার্তা/রিমন/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com