শিরোনাম
মেহেরপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১৩:২১
মেহেরপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মেহেরপুরের গাংনীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার সকাল ১০টা থেকে শতাধিক পুলিশ বামনদী আখমাড়াই কেন্দ্রের পাশে ওই বাড়িটি ঘিরে রেখেছে।

 

বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ঘিরে রাখা বাড়িটি মিশকাত হালিম নামে এক সৌদি প্রবাসীর। তিনি ২২ বছর ধরে সৌদি আরবে থাকেন। বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশের আহ্বানে সাড়া দিয়ে চারজন বেরিয়ে এসেছেন।

 

তাদের মধ্যে আছেন মালিক হালিমের স্ত্রী, এইচএসসি পরীক্ষা দেয়া ছেলে ও আরো দুই শিশু। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। বাড়িটিতে গোলাবারুদ ও জঙ্গিরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বাড়ির ভেতরে অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

 

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশের এই বাড়িটি পুলিশ ঘিরে ফেলার পর আধা কিলোমিটারের মধ্যে গণমাধ্যমকর্মীসহ কাউকেই যেতে দেয়া হচ্ছে না।

 

বিবার্তা/আছিয়া/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com