শিরোনাম
নরসিংদীতে সাতদিনব্যাপী বৃক্ষমেলা শুরু
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ০১:১৮
নরসিংদীতে সাতদিনব্যাপী বৃক্ষমেলা শুরু
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে শুরু হয়েছে সাতদিনব্যাপী ফল ও বৃক্ষমেলা। মেলায় ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির গাছের চারা নিয়ে ২৫টি স্টল অংশগ্রহণ করছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে দেশী বিদেশি ফল ও ফুলের চারা নিয়ে অংশ নিয়েছেন কৃষি অফিস, কৃষক ও নার্সারি মালিকরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।


শুক্রবার বিকেলে নরসিংদী সদর উপজেলা পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বনবিভাগ ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।


এসময় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, পুলিশ সুপার আমেনা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক মো. লতাফত হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা হোসাইন মোহাম্মদ নিসাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এতে কৃষক, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com