শিরোনাম
বড়লেখায় অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ০০:০৯
বড়লেখায় অবৈধ কারেন্ট জাল জব্দ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কানুনগো বাজারে শুক্রবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের ১ লাখ মিটার দৈর্ঘ্য অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ, আশরাফ হোসেন, সামছুল হাসান, গণমাধ্যমকর্মীসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অভিযোগ রয়েছে - প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অসাধু ব্যবসায়ীরা কানুনগো বাজারে প্রকাশ্যে অবৈধ কারেন্ট জালের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে প্রতিদিন হাকালুকি হাওরের পোনামাছ নিধন হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে - জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার হাকালুকি হাওরপাড়ের তালিমপুর ইউপির কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। কর্মকর্তারা অভিযান চালিয়ে সাবেক ইউপি মেম্বার সরফ উদ্দিন, আব্দুল মান্নান ও আলাউদ্দিনের দোকান থেকে ১ লাখ মিটার দৈর্ঘ্য অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।


সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী অবৈধ জাল উদ্ধারের সত্যতা স্বীকার করে বিবার্তাকে জানান, অসাধু একটি চক্র হাকালুকি হাওরের পোনামাছ নিধনে অবৈধ কারেন্ট জালের ব্যবসা শুরু করেছে। সবধরণের অবৈধ জাল উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।


বিবার্তা/আরিফ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com