শিরোনাম
কলাপাড়ায় পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ২১:৪০
কলাপাড়ায় পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা পাট গবেষণা উপ-কেন্দ্রে এটি উদ্বোধন করা হয়।


এর আগে দক্ষিণাঞ্চলের পাটের উৎপাদন বৃদ্ধি ও লবণাক্ত সহিষ্ণু কতিপয় পাটের লাইনের ওপর মতবিনিময় সভা ও মাঠ দিবস আনুষ্ঠিত হয়।


বিজেআরআইএর পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিজেআরআই এর মহাপরিচালক ড. মঞ্জুরুল আলম, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কৃষি সম্প্রসারণ অধিদফতর পটুয়াখালীর উপ-পরিচালক নজরুল ইসলাম মাতুব্বর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. চন্দন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, সমাজসেবক আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।


আনুষ্ঠান শেষে উদ্ভাবিত নতুন জাতের পাট চাষিদের মধ্যে কৃষি উপকরণ বিতরন করা হয়।


কলাপাড়া পাঠ গবেষণা কেন্দ্রর প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা ড. মাহমুদুল আল হাসান জানান, এখানে পাট পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ বিক্রয় কেন্দ্রটিতে পাটজাত দ্রব্যে তৈরি সকল প্রকার সামগ্রী পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।


বিবার্তা/উত্তম/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com