শিরোনাম
এক কুকুরের কামড়ে ৬৩ জন হাসপাতালে
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ২১:১৫
এক কুকুরের কামড়ে ৬৩ জন হাসপাতালে
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকটি এলাকার মোট ৬৩ জন আহত হয়েছেন।


শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আহত নারী, শিশু ও বৃদ্ধসহ অন্যান্য রোগীরা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আহতরা হলেন মানিকগঞ্জ শহরের বেওথা, জয়রা, ঢাকুলী, মুলজান, মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড সেওতা ও উকিয়ারা এলাকার বাসিন্দা।


মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান জানান, বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটি পাগলা কুকুরের কামড়ানো মোট ৬৩ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


কুকুরে কামড়ালে নিয়মিত ইনজেকশন নেয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আতঙ্কের কিছু নেই। আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়। সবাই ভ্যাকসিন ইনজেকশন নিয়ে ঘরে ফিরে গেছেন।


বিবার্তা/তৌসো/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com