শিরোনাম
‘প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে’
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ১৬:০২
‘প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। অতীতের মত আমরা রাজনৈতিক দলগুলো যদি একত্রে আসতে পারি তাহলে সেটি পরিবর্তন করতে সময়ের ব্যাপার মাত্র।


শুক্রবার দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ হেলিকপ্টারে করে নৌকার ভোট চেয়ে বেড়াবেন আর বিএনপির নেতাকর্মীরা জেলখানায় ও আদালতের বারান্দায় দাড়িয়ে থাকবে এটি নির্বাচনের লেবেল ফিল্ড নয়। সেক্ষেত্রে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।


তিনি আরো বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের মত নির্বাচন করতে পারবে না। তাদের এবার নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সরকারে থাকলে শুধু ক্ষমতাকে খর্ব করা হয়, নির্বাচন কমিশনে চাপ সৃষ্টি করা হয়, তাহলে সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না।


এসময় জেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিনসহ জেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিধান/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com