শিরোনাম
বরগুনায় নদী ভাঙন বেড়েছে
প্রকাশ : ২১ জুলাই ২০১৭, ০৯:২৭
বরগুনায় নদী ভাঙন বেড়েছে
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরগুনা জেলার বেতাগী, বামনা, আমতলী, তালতলী, বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় বিষখালী-পায়রা ও বলেশ্বর নদীর ভাঙন বৃদ্ধি পেয়েছে। এর ফলে পাল্টে যাচ্ছে এসব এলাকার ভূখণ্ডের মানচিত্র। ভাঙনের মুখে রয়েছে জেলার ঐতিহ্যবাহী কাঠবাজার, হাসপাতাল, সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো কালীমন্দির, শ্মাশানঘাট, ডাকবাংলো ছাড়াও প্রায় ৫০ হাজার ঘরবাড়ি।


দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বেতাগী কাঠবাজারের অর্ধেকের বেশি দোকান বিষখালী নদীতে বিলীন হয়ে গেছে। কাঠবাজারে চারটি স-মিল রয়েছে। নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এখান থেকে স্বরূপকাঠি, রাজাপুর, কাঁঠালিয়া, বামনা, বদনীখালী, নিয়ামতি, চামটা, বরগুনা, ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন স্থানে কাঠ বিক্রি হয়ে থাকে।


বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র কর্মকার বলেন, বেতাগী বন্দর অনেক পুরনো। এ বন্দর, কালীমন্দির ও শ্মশানঘাট রক্ষার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার। এছাড়াও উল্লেখযোগ্য হারে তালতলী এলাকার তেতুলবাড়িয়ায় বেড়িবাঁধসহ পায়রা নদীতে বিলীন হয়ে যাচ্ছে ফসলী জমি।


বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকেশৈলী এসএম মশিউর রহমান জানান, বরাদ্দ পাওয়া গেলে ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে।


বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ দেলোয়ার হোসেন জানান, তিনি নদী ভাঙনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছেন। শিগগিরই ভাঙনরোধে পদক্ষেপ নেয়া হবে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com