শিরোনাম
দিনাজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ২৩:২৭
দিনাজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর বড় মাঠে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান এবং ফলদ, বনজ ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার বিকেল ৫টায় সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।


বেলুন-ফেস্টুন-পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্। রামসাগর জাতীয় উদ্যানের তত্বাবধায়ক একেএম আব্দুস সালাম তুহিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াত হোসেন সরকার।


আলোচনা সভা শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং বন বিভাগের ১০জন উপকারভোগীর মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। উক্ত মেলায় প্রায় ৫৭টি স্টল রয়েছে। এ ছাড়াও মেলায় স্থাপিত অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


বিবার্তা/শাহী/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com