শিরোনাম
শেরপুরে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ২১:১৭
শেরপুরে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, বৈষম্য দূরীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন।


বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট শেরপুর জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো পূর্ণ বেতন, সুযোগ-সুবিধা চাই। এ সময় জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের ১১ দফা দাবি সরকার মেনে নেবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তারা।


উক্ত মানববন্ধনে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট শেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. গোলাম মোস্তুফা, যুগ্ন আহবায়ক মো. মুহসীন আলী আকন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানী/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com