শিরোনাম
বৃদ্ধ দম্পতিকে জখম করে টাকা ছিনতাই
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ২০:১৯
বৃদ্ধ দম্পতিকে জখম করে টাকা ছিনতাই
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজার শহরতলীর জুগিডরস্থ পৌর বাস টার্মিনাল এলাকায় এক বৃদ্ধ দম্পতিকে জখম করে ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন ওই দম্পতি।


ছিনতাইয়ের শিকার দম্পতি হলেন নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের বাসিন্দা মো. আব্দুল গণি(৯০) ও তার স্ত্রী নিলাউল বেগম(৭০)।


পুলিশ জানায়, শহরের কুসুমবাগস্থ ইষ্টার্ণ ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকা উত্তোলন করে সিএনজিচালিত অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন গণি দম্পতি। ফেরার পথে পৌর বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে দু’টি মোটরসাইকেলে ৪ ছিনতাইকারী দেশীয় অস্ত্রের (দা) আঘাতে ওই দম্পতিকে জখম করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অটোরিক্সা চালক দিলিপ বড়ুয়াও (৪০) আহত হন।


মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ বিবার্তাকে জানান, ছিনতাইয়ের বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত আছে। আহতদের চিকিৎসা চলছে। ছিনতাইকারীদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।


বিবার্তা/আরিফ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com