শিরোনাম
নরসিংদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৭, ২১:৪৪
নরসিংদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে একটি পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। বুধবার দুপুরে সদর উপজেলার চিনিশপুর গ্রামের মোহাম্মদ আলী ফকির জিন্নাহর পুকুরে মাছটি ধরা পড়ে।


মোহাম্মদ আলী ফকির জিন্নাহ জানান, পুকুরে কর্মরত লোকজন বুধবার দুপুরে চাষ করা দেশীয় জাতের রুই, কাতল, তেলাপিয়া ও মৃগেল মাছ ধরার জন্য পুকুরটিতে নামেন। এসময় তাদের জালে আটকা পড়ে বিরল প্রজাতির মাছটি। হঠাৎ করে এ ধরণের অপরিচিত মাছ দেখে চমকে উঠেন তারা। ১ ফুট লম্বাকৃতির মাছটির কাটাযুক্ত শরীরে কোন আইশ নেই, নীচের দিকে রয়েছে বড় মুখ, উপরের দিকে নাক ও চোখ। কালো রংয়ের শরীরে হলুদ রংয়ের ছাপ।


খবর পেয়ে আশেপাশের লোকজন মাছটি দেখার জন্য ভিড় করলেও কেউ আগে এরকম মাছ দেখেননি বলে জানান। দর্শনার্থীদের দেখার পর মাছটি আবার পুকুরে অবমুক্ত করা হয়েছে।


নরসিংদী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম জানান, এটি একটি বিদেশী জাতের মাছ, যার নাম সাকার ফিস। এটি অন্যান্য মাছ খেয়ে ফেলে তাই মাছটিকে ক্ষতিকর বলা হয়ে থাকে।


বিবার্তা/রাসেল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com