শিরোনাম
পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৩ কারখানার জরিমানা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৭, ১৯:৪৩
পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে ৩ কারখানার জরিমানা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের তিনটি কারখানাকে ২১ লাখ ২৩ হাজার ৩৬৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।


বুধবার দুপুরে আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখনাকে ১২ লাখ ৫৮ হাজার ৩০৪ টাকা, বিসমিল্লাহ ওয়াশিং প্ল্যান্টকে ১ লাখ ৬ হাজার ৫৬০ টাকা এবং ক্যাপ্রি ওয়াশিং প্ল্যান্টকে ৭ লাখ ৫৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।


পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাজীপুরে অবস্থিত ওই তিনটি কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি গ্রহণ করা হয়। পরে কারখানার ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে কারখানা তিনটিকে এ জরিমানা করা হয়েছে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com