শিরোনাম
রাজবাড়ীতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ১৯ জুলাই ২০১৭, ১৫:২৫
রাজবাড়ীতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী পৌরসভার উদ্যোগে দারিদ্র্য হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন কর্মসূচির (পিআরএপি ও গ্যাপ) আওতায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণকারী নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।


বুধবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের সহযোগিতায় পৌরসভার সভা কক্ষে এগুলো বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী এসব নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন।


এসময় পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, পৌর সচিব মো. হেমায়েত উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পৌর কমিশনার এএফএম শাহজাহান, জাহাঙ্গীর জলিল, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, শেখ আলমগহীর হোসেন তিতু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ন কাজী, শারমিন সুলতানা ও ফারজানা আলম ডেইজি প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন।


বিবার্তা/শিহাব/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com