শিরোনাম
প্রক্সি দিতে গিয়ে ১২ শিক্ষার্থী আটক
প্রকাশ : ১৮ জুলাই ২০১৭, ২২:১২
প্রক্সি দিতে গিয়ে ১২ শিক্ষার্থী আটক
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

ডিগ্রি শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ১২ শিক্ষার্থী আটক হয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- রাজশাহী মহানগরীর আরিফুর রহমান, জেলার বাগমারার মোস্তাফিজুর রহমান, চারঘাটের রুবেল হোসেন, দুর্গাপুরের মোতালেব হোসেন, তানোরের মিঠু রহমান ও কাউসার হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আমিনুল ইসলাম, কুষ্টিয়ার জান্নাতুল ফেরদৌস, সাতক্ষীরার সাব্বির হোসেন, টাঙ্গাইলের আল-আমিন এবং বগুড়ার ইমরান আলী।


তারা বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন মোহনপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও কেন্দ্র সচিব মকবুল হোসেন।


তিনি জানান, মঙ্গলবার বিকেলে কলেজে ডিগ্রির পুরাতন সিলেবাসের ইংরেজী বিষয়ের পরীক্ষা ছিল। এসব ভূয়া পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সন্দেহ হলে প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে প্রমাণিত হয় তারা অন্যের হয়ে প্রক্সি দিতে এসেছিল। এরপরই তাদের আটক করে রাখা হয়। পরে খবর দেয়া হয় পুলিশকে।


মোহনপুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আটক শিক্ষার্থীদের থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/রিমন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com