শিরোনাম
৬ মাস ধরে পরিবার বিচ্ছিন্ন ছিল ‘জঙ্গি’ মোজাম্মেল
প্রকাশ : ১৮ জুলাই ২০১৭, ২১:১১
৬ মাস ধরে পরিবার বিচ্ছিন্ন ছিল ‘জঙ্গি’ মোজাম্মেল
ত্রিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিগত রবিবার সাভারের আশুলিয়া নয়ারহাট জঙ্গি আস্তানা থেকে র‌্যাবের অভিযানে আটক জঙ্গি মোজাম্মেল ৬ মাস যাবত পরিবারের সাথে কোনো যোগাযোগ করত না বলে জানিয়েছেন তার বাবা।


মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে আব্দুল মান্নানের ছেলে জঙ্গি সন্দেহে আটক মোজাম্মেল হক মাসুদের গ্রামের বাড়িতে তল্লাশি চালায় ত্রিশাল থানা পুলিশ। এসময় ওই কথা জানান তার বাবা।


আটক মোজাম্মেলর পিতা আব্দুল মান্নানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মোজাম্মেল ময়মনসিংহ খাগঢহরস্থ মাখযানুল উলূম মাদরাসায় নাহবেমীর জামাতে অধ্যয়নরত ছিল। সে ৫ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট।


বিগত ৯ ফেব্রুয়ারি মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে হওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে ৬ মাস যাবত পরিবারের সাথে কোনো যোগাযোগ হয়নি। রমজান মাসের কয়েকদিন পূর্বে মোজাম্মেলের পিতা তার মাদরাসার শিক্ষকের সাথে যোগাযোগ করলে জানতে পারে মোজাম্মেল মাদরাসায় নেই। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।


আটক মোজাম্মেলের বড় ভাই তোফায়েল আহমেদ জানায়, মাঝে মাঝেই মোজাম্মেল পরিবারের কাছে বিভিন্ন বিষয় নিয়ে বাবার কাছে টাকা চাইতো, তবে পরিবারের অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে সবসময় চাহিদা অনুযায়ী টাকা দেয়া সম্ভব হতোনা।


ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, মোজাম্মেলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুরো বাড়ি তল্লাশি করে তেমন কিছু পাওয়া যায়নি। তবে এখানে পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে।


বিবার্তা/নোমান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com