শিরোনাম
বরিশালে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
প্রকাশ : ১৭ জুলাই ২০১৭, ১৮:৪৫
বরিশালে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশালে এমদাদুল হক মাঝি নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।


সোমবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।


দণ্ডপ্রাপ্ত এমদাদুল পিরোজপুরের ভান্ডারিয়ার লক্ষীপুর এলাকার মৃত আব্দুস সামাদ মাঝির ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নুরুল হক কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।


আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুলাই বরিশাল নগরের কালিজিরা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এমদাদুলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। ওইদিনই র‌্যাবের ডিএডি হাবিবুর রহমান কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।


কোতয়ালি মডেল থানার এসআই রেজাউল ইসলাম শাহ ৩০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিচারক ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com