শিরোনাম
কুষ্টিয়ায় বিজিবির মতবিনিময় সভা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৭, ২০:০৩
কুষ্টিয়ায় বিজিবির মতবিনিময় সভা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার এবং মাদক চোরাচালান রোধে জনসচেতনতার লক্ষ্যে বিজিবি কতৃক এত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষকুন্ডি হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আ.ন.ম. নজরুল ইসলাম পিএসসি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া (মিরপুর) সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মাসউদ পিএসসি। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।


সভায় বক্তব্য রাখেন প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম ও মহিষকুন্ডি কলেজের অধ্যক্ষ এহসান খালেদ মজনু।


এসময় মাদক চোরাচালান রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সীমান্ত এলাকাবাসিসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। উক্ত সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহিষকুন্ডি বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সুবোধ পাল। এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


বিবার্তা/শরীফুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com