শিরোনাম
ঠাকুরগাঁওয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত শিক্ষণ কর্মশালা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৭, ১৯:৩৮
ঠাকুরগাঁওয়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত শিক্ষণ কর্মশালা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে স্কুলপর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত শিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


রবিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির তত্ত্বাবধানে ও জেলা শিল্পকলা অ্যাকাডেমি ঠাকুরগাঁওয়ের আয়োজনে এ প্রশিক্ষণ দেয়া হয়।


কর্মশালায় সংগীত প্রশিক্ষণ দেন জেলা শিল্পকলা অ্যাকাডেমির প্রশিক্ষক মো. মোজাম্মেল হক বাবলু, সাইফুল আলম বাবু, সরলা বালা, বিধান চন্দ্র দাস ও পলাশ চন্দ্র রায়।


এছাড়া, সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সা. সম্পাদক পার্থ সারথী দাস এবং জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন।


বিবার্তা/বিধান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com