শিরোনাম
মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদকে লাল কার্ড
প্রকাশ : ০৯ জুলাই ২০১৭, ১৫:৫৫
মাদক, বাল্যবিয়ে ও জঙ্গিবাদকে লাল কার্ড
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’র আয়োজনে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদকে লাল কার্ড প্রদর্শন করেন এবং তার প্রতিরোধে শপথ নেন।


রবিবার সকাল ১১ টায় ধর্মঘর ডিগ্রি কলেজ হল রুমে আয়োজিত সভায় ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় এবং কলেজ অধ্যক্ষ আলী আজগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. অলিদ মিয়া, সহকারী অধ্যাপক শফিকুল হোসেন, সাংবাদিক হামিদুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, লাল সবুজ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক রোমান আহম্মেদ।


এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার শপথ বাক্য পাঠ করান।


বিবার্তা/কাজল/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com