শিরোনাম
শান্তিপূর্ণভাবে চলছে ঠাকুরগাঁওয়েরি ৫ ইউপিতে
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১৪:০৬
শান্তিপূর্ণভাবে চলছে ঠাকুরগাঁওয়েরি ৫ ইউপিতে
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শান্তিপূর্ণভাবে চলছে ঠাকুরগাঁওয়ে স্থগিত হওয়া পাঁচটি ইউনিয়নের উপনির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।


জানা গেছে, সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী মিলে দুটি উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদে দুজন, সাধারণ সদস্য পদে ১৮জন, সংরক্ষিত সদস্য ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পাঁচটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯জন।


জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তবে সদর উপজেলার নারগুন ইউনিয়নের একটি কেন্দ্রে রাতে গোলযোগের খবর পাওয়া গেছে তাই সেখানে রাত থেকেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত আছে।


উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।


বিবার্তা/সাজু/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com