শিরোনাম
চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
প্রকাশ : ২০ জুন ২০১৬, ১৬:২১
চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারটি স্থানে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়ি, পাঞ্জাবী, থ্রি-পিস, চশমা ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বিজিবি।সোমবার ভোররাতে এসব মালামাল জব্দ করা হয়।



চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, সোমবার ভোররাতে দামুড়হুদা উপজেলার জয়নগর, তালসারি, দর্শনা ও বড়বলদিয়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৩৩৭টি শাড়ি, ১০০টি পাঞ্জাবী, ৫০টি থ্রি-পিস, ১ হাজার ১৫০টি চশমা ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। আটককৃত মালামালের মোট মূল্য ৩৯ লাখ ৭৬ হাজার ৯৪০ টাকা।



বিজিবি পরিচালক আরো জানান, আটক করা মালামাল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।


বিবার্তা/জামান/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com