শিরোনাম
দিনাজপুরের ৩ ইউনিয়নে ভোট চলছে
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১০:২১
দিনাজপুরের ৩ ইউনিয়নে ভোট চলছে
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর, পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি এবং বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নে আজ সোমবার সকাল থেকে চলছে ভোট।


বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নে তিনজন চেয়ারম্যান, ২৬জন সাধারণ ও ১১জন সংরক্ষিত মহিলা প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এই ইউনিয়নে ১১টি ভোট কেন্দ্রে ১৯ হাজার ৭২২জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন। এর মধ্যে নয় হাজার ৯৭৩জন পুরুষ এবং নয় হাজার ৭৪৯জন মহিলার ভোটার রয়েছেন।


চলতি বছর ৭ মে অনুষ্ঠিত চতুর্থ দফার ইউপি নির্বাচনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত হওয়া ভোট নেয়া চলছে। বেলাইচন্ডি ইউনিয়নের নয়টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৮৩৪জন। এর মধ্যে স্থগিত হওয়া কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা দুই হাজার ৭৮৫জন।



প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ রাজার চেয়ে বিএনপি মনোনীত প্রার্থী এআইএন হাছিবুর রশিদ এক হাজার ৩৫৬ ভোটে এগিয়ে ছিলেন।


এদিকে বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নে হচ্ছে চেয়ারম্যান পদে উপনির্বাচন। এই নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।


সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট নেয়ার জন্য বিংশৃখলা এড়াতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। আনসার, পুলিশ মোতায়েনে পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র‌্যাব সার্বক্ষণিক টহল দিচ্ছে।


বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বাড়ছে। নারী ভোটারের উপস্থিতি লক্ষণীয়। সকাল ৮টায় ভোট নেয়া শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।


এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রগুলোতে কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। শন্তিপূর্ণভাবে চলছে ভোট নেয়া হচ্ছে।


বিবার্তা/শাহী/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com