শিরোনাম
চুয়াডাঙ্গায় তিন লাখ টাকার ওষুধ ও মাদক উদ্ধার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১৬:৪৮
চুয়াডাঙ্গায় তিন লাখ টাকার ওষুধ ও মাদক উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল, চোরাই গরু ও ভারতীয় অ্যাজমার ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত এ সব মালামালের মূল্য তিন লাখ টাকা।


শনিবার রাতে দামুড়হুদার মুন্সিপুর, কামারপাড়া, ঝাঝাডাংগা ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে এ সব উদ্ধার করা হয়।দুপুরে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ দফতার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রাত একটায় দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে ৫০ বোতল ফেনসিডিল, রাত দুইটায় কামারপাড়া গ্রাম থেকে তিন কেজি গাঁজা, রাত সাড়ে তিনটায় দর্শনা পৌরসভাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে ১৪০ বোতল ফেনসিডিল, রাত সাড়ে তিনটায় দামুড়হুদা উপজেলার ঝাঝাডাংগা গ্রাম থেকে চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা দুইটি গরু, সকাল সাড়ে সাতটায় একই গ্রাম থেকে ১৮ কেজি পাঁচশ গ্রাম ভারতীয় অ্যাজমা রোগের পাউডার উদ্ধার করে।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত এ সকল মালামালের মূল্য ৩ লাখ ১৭ হাজার পাঁচশ টাকা।


বিবার্তা/শামসুজ্জোহা/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com