শিরোনাম
চবিতে ফের দুই শিক্ষার্থী আটক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১৩:৪২
চবিতে ফের দুই শিক্ষার্থী আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবিতে) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অসাধুপায় অবলম্বন করে ফের (প্রক্সি) ভর্তি পরিক্ষা দিতে যাওয়ায় দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আটককৃতদের নাম-পরিচয় জানাযায়নি।


শনিবার আইন অনুষদের অধীন ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেয়ার সময় তাদের আটক করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর লিটন মিত্র এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, প্রক্সি দেয়ার সময় এক ছেলে ও এক মেয়েকে জীববিজ্ঞান অনুষদের ৫০৫ নম্বর রুম থেকে আটক করা হয়। তারা একজন আরেকজনের প্রক্সি দিতে এসেছে। যাচাই বাছাই শেষে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দু’জনকে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এ নিয়ে মোট ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানাও করা হয়েছে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com