শিরোনাম
‘নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের প্রয়োজন নেই’
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১৩:২৯
‘নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের প্রয়োজন নেই’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের কোন প্রয়োজন নেই। সংলাপ তখনি প্রয়োজন হয় যখন সংকট দেখা দেয়। এই মুহূর্তে দেশে নির্বাচন নিয়ে কোন সংকট নেই।


শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দেশে নির্বাচন নিয়ে এখন কোনো সমস্যা নেই। সমস্যা এখন একটাই জঙ্গিবাদ ও জঙ্গিদের সঙ্গী বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন কি করবেন না।


এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুল হাসান, পৌর মেয়র এনামুল হক ও মিরপুর উপজেলা জাসদের সভাপতি আহম্মদ আলীসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com