শিরোনাম
যশোরে মেম্বরের হাত ভেঙে দিলেন চেয়ারম্যান
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৯:৩০
যশোরে মেম্বরের হাত ভেঙে দিলেন চেয়ারম্যান
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হতদরিদ্রদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ করায় অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মেম্বর ওসমান আলীর হাত ভেঙে দিয়েছেন চেয়ারম্যান বাবুল আক্তার। শুক্রবার দুপুরে ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মিয়ার উপস্থিতিতে এ ঘটনা ঘটে।


আহত ইউপি সদস্য ওসমান আলী জানান, সরকার হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মূল্যে চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করেন। সে অনুযায়ী বাঘুটিয়া ইউনিয়নে দুই হাজার একশ ২২টি কার্ড প্রদান করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার ও কয়েকজন মেম্বর সরকারের নীতিমালা উপেক্ষা করে হতদরিদ্রদের স্থলে স্বচ্ছল, কতিপয় মেম্বরের নিকট আত্মীয়, ভিজিএফ কার্ডধারী, বয়স্ক ও বিধবা ভাতাভোগী,একই পরিবারের সকল সদস্য এবং বেনামে কার্ড বিতরণ করেন। ওই ইউনিয়নের ছয়জন মেম্বর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা অনিয়মের বিরুদ্ধে যশোরের জেলা প্রশাসকের কাছে ১৯ অক্টোবর অভিযোগ করেন। এছাড়াও ২৭ অক্টোবর খাদ্যমন্ত্রী বরাবর অভিযোগ করা হয়।


এসব অভিযোগের কারণে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মিয়া শুক্রবার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে তদন্তে যান। তিনি চেয়ারম্যানসহ সকল মেম্বরদের ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে বলেন। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে চেয়ারম্যান বাবুল আক্তার কয়েকজন সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে তাকে বেধড়ক মারপিট শুরু করে। এসময় ব্যবসায়ী সাইদুল ইসলাম ঠেকাতে আসলে তাকেও আহত করা হয়। ওসমান মেম্বরের বামহাত ভেঙে গেছে এবং মাথা কেটে গেছে।


চেয়ারম্যান বাবুল আক্তার জানান, আমার ইউনিয়নে চাল বিতরণের অভিযোগ করেছিল তার তদন্তে নির্বাহী কর্মকর্তা পরিষদে আসেন। এক ইউপি সদস্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে কার্ড না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করতে থাকে। আমি কিংবা আমার কোন লোক তাকে মারিনি।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মিয়া বলেন, আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। বাইরে ঘটনা ঘটেছে। আমি তাৎক্ষনিক পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। অভিযোগের বিষয়ে তিনি বলেন তদন্ত চলছে।


বিবার্তা/তুহিন/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com