শিরোনাম
নাটোর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৮:৩৬
নাটোর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১২ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চিনিকলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াইয়ের উদ্বোধন করেন নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।


এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমান, মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।


পরে মিল চত্বরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্থানীয় আখ চাষিদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।


মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ জানান, চলতি মৌসুমে এক লাখ ৬০ হাজার টন আখ মাড়াই করে ১২ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১০৭ কর্ম দিবস এ মাড়াই কার্যক্রম চলবে। এবার আখ থেকে চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।


মিলগেট ছাড়াও চিনিকলের ৫১টি কেন্দ্রে কৃষকদের কাছ থেকে ১১০ টাকা মণ দরে আখ ক্রয় করা হবে বলেও জানান তিনি।


বিবার্তা/জুবায়ের/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com