শিরোনাম
লালমনিরহাটে ৮ ইউপিতে জমে উঠেছে নির্বাচনী প্রচার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৮:০২
লালমনিরহাটে ৮ ইউপিতে জমে উঠেছে নির্বাচনী প্রচার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেষ মুহূর্তে জমে উঠেছে সদ্য বিলুপ্ত ছিটমহল অধ্যূষিত লালমনিরহাটের আট ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও তুলছেন।


প্রার্থীরা প্রচারণায় বাধা, নেতাকর্মীদের হুমকি, মাইক ভাংচুর, অনৈতিকভাবে প্রার্থীদের আটক রাখা, পোস্টার ছিড়ে ফেলা নিয়ে একাধিক লিখিত অভিযোগ দিয়েছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের দফতরে।


প্রার্থীদের সাথে কথা বললে তারা একে অপরের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন।


পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম প্রধান জানান, প্রতিদ্বন্দ্বি আ’লীগ সমর্থিত প্রার্থীর লোকজন তার প্রচারণায় বাধা সৃষ্টি করছে। ধানের শীষ প্রতীকের পোস্টার ছিড়ে ফেলেছে তারা। এছাড়াও ৯টি ভোট কেন্দ্রের পাঁচটিতে পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। যা ভোট কারচুপির পায়তারা বলে মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হলেও কোন সুরাহ হয়নি বলেও তিনি জানান।


একই অভিযোগ তুলে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী ইদ্রিস আলী বলেন, প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তারা সরকার দলীয় প্রার্থীদের স্বজনপ্রীতি করছে। সরকারি দলের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী জেলা পরিষদ প্রশাসকসহ নেতাকর্মীদের নিয়ে মিছিল, মিটিং, মোটরসাইকেল শোডাউনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দিচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধি পরিপন্থি। তিনি বলেন, প্রশাসন সব কিছু দেখেও কোন ব্যবস্থা নিচ্ছে না।


আ’লীগ বিদ্রোহী রেজাউল করিম সবুজ বলেন, দলের পক্ষ থেকে তাকে বারবার হুমকি দেয়া হচ্ছে। হুকমির মুখে প্রচারণা চালাতে পারছি না। এছাড়াও বেশ কিছু স্থানে মাইক ছিনতাই ও ভাংচুর করার অভিযোগ রয়েছে এই প্রার্থীর।


তবে অভিযোগ অস্বীকার করেছেন আ’লীগ সমর্থিত প্রার্থীরা। তারা বলেন, আচরণ বিধি মেনেই প্রচারণা চালানো হচ্ছে।


লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। প্রাপ্ত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়াও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ হতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


আগামী ৩১ অক্টোবর লালমনিরহাটের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জিন্না/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com