শিরোনাম
বাতাসে দোল খাচ্ছে চাষির সোনালী স্বপ্ন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৭:০৮
বাতাসে দোল খাচ্ছে চাষির সোনালী স্বপ্ন
রিমন রহমান, রাজশাহী
প্রিন্ট অ-অ+

বরেন্দ্র অঞ্চলের মাঠে মাঠে কৃষকের সোনালী স্বপ্ন এখন বাতাসে দোল খাচ্ছে। সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সঙ্গে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি।


চলতি কার্তিক মাসের মাঝামাঝি থেকে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা ধান কাটা শুরু করেছেন। অগ্রহায়ণ মাস পড়লেই পুরোদমে আমন কাটা-মাড়াই শুরু করবেন তারা। চলতি মৌসুমে সময়মতো বৃষ্টি এবং অনুকূল আবহাওয়া থাকায় অন্যসব বছরের চেয়ে আমন চাষাবাদ ভাল হয়েছে। আশানারুপ ফলনের সম্ভাবনাও রয়েছে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে তথ্য মতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩৩৫ হেক্টর জমি। এর মধ্যে পোকা দমনের পদ্ধতিতে পার্চিং-লগ, লাইন এবং ধোঁনছা গাছ লাগানো হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার হেক্টর জমিতে।


এছাড়া বরন্দ্রে অঞ্চলের নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হয়েছে আরো ৩ লাখ ৫০ হাজার হেক্টরের বেশি জমিতে। এসব এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায়- চারদিকে শুধু সোনালী ফসলের সমারোহ।


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার পাঁচগাছা এলাকার কৃষক নওয়াজ আলী জানান, চলতি মৌসুমে ১৩ বিঘা জমিতে তিনি সাদা স্বর্ণা জাতের ধান চাষ করেছেন। বর্তমানে তার ক্ষেতের ধানে পাক ধরেছে। এক সপ্তাহের মধ্যে কাটা পড়বে।


তিনি বলেন, পুরো মাঠ এখন সোনালী রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে মন-প্রাণ জুড়িয়ে যাচ্ছে।


তানোর উপজেলার পাঁচন্দর গ্রামের কৃষক লতিফ সরদার জানান, চলতি মৌসুমে ১৫ বিঘা জমিতে আমন চাষ করেছেন। অন্যান্যদের চেয়ে একটু আগেভাগে আমন রোপন করায় তার ক্ষেতের ধান সবার আগেই ৬ থেকে ৭ বিঘা কাটা পড়েছে। বাকিগুলো দুই-এক দিনের মধ্যেই কাটা হবে।


রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দেব দুলাল ঢালি জানান, চলতি মৌসুমে মাঠে অন্য অন্যান্য বছরের চেয়ে ধানের শীষ ভাল আছে। এবার বাম্পার ফলনের ব্যাপক সম্ভবনা রয়েছে।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com