শিরোনাম
পাবনায় বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১০:১৩
পাবনায় বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার সাঁথিয়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার আতাইকুলা থানার গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।


নিহত দুজন হলো- উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু (২৮) ও বড়পাইকশা গ্রামের ময়েন উদ্দিন (২৬)।


র‍্যাবের দাবি, নিহত দুজন নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য। তারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।


র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার এএসপি বীনা রানী দাশ বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আতাইকুলার গয়েশবাড়ি এলাকায় কয়েকজন চরমপন্থি নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে চরমপন্থি সন্ত্রাসীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। বেশকিছু সময় বন্দুকযুদ্ধ চলার এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা।


পরে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। গোলাগুলি খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের নাম-পরিচয় শনাক্ত করেন। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com