শিরোনাম
আসামিকে বর্বর নির্যাতন, ওসিকে আদালতের শোকজ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ২২:৫৪
আসামিকে বর্বর নির্যাতন, ওসিকে আদালতের শোকজ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে পুরুষাঙ্গে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দেয়া হয়েছে। পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে পশ্চাৎদেশ। বিষয়টি আদালতের গোচরে আসলে শোকজ করা হয়েছে অভিযুক্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে। আগামী ১ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


আদালত সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল চুরি মামলায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় ইমরুল হাসান ইমরান নামে এক যুবককে। পরে তাকে রিমান্ডে নিয়ে পুরুষাঙ্গে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাসহ অমানবিক নির্যাতন করা হয়েছে।


বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমীর হামজার হাতে আদালতের আদেশ পৌঁছানো হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছেন।


আসামিকে একদিনের রিমান্ডে নিয়ে পুরুষাঙ্গে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেয়া এবং তার ‘পশ্চাৎদেশ’এ বেত্রাঘাত করে রক্তাক্ত করার ঘটনায় ওসি আসাদুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমীর হামজাকে এই শোকজে কারণ দর্শাতে বলা হয়েছে।


আদালত সূত্র জানায়, এসআই আমীর হামজা আদালত থেকে ইমরানকে একদিনের রিমান্ডে নেয়। এরপর রাতে থানার ভেতরে ইমরুল হাসান ইমরানের পুরুষাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দেন। একই সঙ্গে তাকে বেত্রাঘাত করে জখম করা হয়।


ওই অবস্থায় রোববার আদালতে উপস্থিত করে ওই যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন পুলিশ। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ইমরান কান্নাকাটি শুরু করেন। এতে আদালত তার সমস্যার বিষয় জানতে চান।


এ সময় পুলিশি নির্যাতনের ক্ষত স্থান দেখিয়ে ওই যুবক কান্নায় ভেঙে পড়েন এবং মোটরসাইকেল চুরির বিষয়ে কিছুই জানেন না বলে জানান। এতে আদালত তার জবানবন্দি গ্রহণ না করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে এর কারণ জানতে চেয়ে শোকজ করেন।


রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই কাওছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ১ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে সদর থানা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তবে তিনি আসামির নাম জানালেও ঠিকানা দিতে অস্বীকৃতি জানান।


গত ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ১৭৪/৪ ডন চেম্পার এলাকার হারিছ মোল্লার আড়াই লাখ টাকা মূল্যের মোটরসাইকেল চুরি হয়। এতে হারিছ মোল্লা সদর মডেল থানায় ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত চোরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয় ইমরানকে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com