শিরোনাম
জয়ের ক্রিকেটার হতে বাধা অর্থ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ২০:৩৯
জয়ের ক্রিকেটার হতে বাধা অর্থ
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অভাব অনটনের সংসারে বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। একদিন কাজ নেই তো সংসারের চুলা বন্ধ। অভাব যাদের নিত্য সঙ্গী সেই পরিবারের সন্তানের উচ্চাকাঙ্খা করাই যেন পাপ। তবুও আশায় বুক বেধে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে জতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হবার অদম্য ইচ্ছা জয় সরকারের। কিন্তু সেই প্রাণান্তর ইচ্ছাতে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ।


কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের দিনমজুরের ছেলে খুলনা পলিটেকনিক কলেজের ছাত্র এমবি জয় সরকার। সে খুলনা বিভাগের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পে ডাক পেয়েছে।


জয় সরকার সাংবাদিকদের জানায়, তার বাবা জগদীশ সরকার ঢাকার গাবতলীতে জুতা পলিশের কাজ করে সংসার চালায়। অভাবের তাড়নায় জয় সরকারের বয়স যখন ৮ বছর তখন তাকে ডুমুরিয়া আশ্রমে পাঠিয়ে দেয়া হয়। এখানে লেখাপড়া করার পাশাপাশি সে নিয়মিত ক্রিকেট খেলা চালিয়ে যেতে থাকে।


বিভিন্ন জায়গায় প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাকালীন ২০১০ সালে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে সমান পারদর্শিতার কারণে জয় সরকার সাতক্ষীরা ক্লাবের অনুর্ধ্ব-১৬ দলে খেলার সুযোগ পায়।
২০১১ সালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা ক্লাবের সাথে টাউন ক্লাবের এক প্রীতি ম্যাচে ১৬ বলে ৫০ রান করাসহ ৫ ওভারে ২৯ রান দিয়ে ৫ ইউকেট দখল করে ম্যাচ সেরার পুরষ্কার পায় জয়।


এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিকেএসপির কোচ আলাউদ্দীন খাতুন। ভালো খেলার কারণে কোচ আলাউদ্দীনের নজরে আসায় এমবি জয় সরকার ঢাকা বিকেএসপিতে সুযোগ পেয়ে যায়। কিন্তু তার দরিদ্র বাবার পক্ষে সেখানকার খরচ বহন করা অসম্ভব। তারপরও ছেলের এ সাফল্যে বাবা উৎসাহিত হয়ে তার খরচ জুগিয়ে যেতে থাকেন।


এদিকে আগস্ট মাসে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের ৫০ ওভারের ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে ঢাকার বিকেএসপি ও খুলনার টাউন ক্লাব অংশ নেয়। বিকেএসপির হয়ে অংশ নিয়ে এমবি জয় সরকার ৫৭ বলে ৫২ রান করাসহ ৪ উইকেট দখল করে সবার নজরে আসে। এ খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খাঁন ও হাবিবুল বাসার সুমন। এ ম্যাচেও ভালো পারফর্ম কারায় আকরাম খান ও হাবিবুল বাসার সুমনের নজরে আসায় জয় সরকারের মেডিকেল সম্পন্ন করে বিকেএসপির অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ করে দেয়। খুলনা বিভাগের একমাত্র খেলোয়াড় হিসেবে জয় সরকার বর্তমান অনুর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে।


জগদীশ সরকার জানান, ছেলের সাফল্যের কথা শুনে প্রথমে খুশি হয়েছিলাম। কিন্তু যখন জানতে পারলাম তার প্রশিক্ষণ নিতে অনেক টাকার প্রয়োজন, তখন খুশির পরিবর্তে নতুন চিন্তা যেন কুরে কুরে খাচ্ছে। একজন অলরাউন্ডার হিসেবে তার এ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে এই মুহূর্তে ২২ হাজার টাকা মূল্যের একটি ব্যাট ও এক জোড়া প্যাডের প্রয়োজন। কিন্তু আমি হতদরিদ্র মানুষ। ছেলের ইচ্ছা পূরণের এ অর্থ জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন। তার ছেলে জয় সরকার ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হতে চায়।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ রায়হান কবীর সাংবাদিকদের জানান, জয় সরকারের এ সাফল্যের কথা জেনে সম্প্রতি তাকে একটি হেলমেট দেয়া হয়েছে।


বিবার্তা/তুহিন/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com