শিরোনাম
রমজানের শুরুতেই এক পশলা স্বস্তির বৃষ্টি
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৫:০৪
রমজানের শুরুতেই এক পশলা স্বস্তির বৃষ্টি
ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবশেষে গত কয়েক দিনের তাপদাহ থেকে মুক্তি দিয়ে রমজানের শুরুতেই নাটোরে নামলো স্বস্তির বৃষ্টি। খর তাপে দগ্ধ জনজীবনে স্বস্তির পরশ বুলিয়ে গেল এক পশলা বৃষ্টি।

 

রবিবার দুপুর ২টার দিকে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রমজানের প্রথম দিনে বৃষ্টিতে ভিজিয়ে গেল শহরবাসীকে। এতে মানুষের মাঝে নেমে এসেছে প্রশান্তি।

 

রবিবার পবিত্র মাহে রমজানের প্রথম দিন সকাল থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু করে। সেই সঙ্গে বেলা বাড়তে থাকার সঙ্গে রাস্তাঘাটে যানজট গরমের যন্ত্রণা আরো বাড়িয়ে দেয়। দুপুরে আকাশ জুড়ে দেখা দেয় কালো মেঘ। এরপর নামে স্বস্তির বৃষ্টি। তীব্র রোদের জ্বালা জুড়াতে শহরের অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে।

 

এদিকে, দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিতে তাৎক্ষণিকভাবে পথ চলতে গিয়ে কিছুটা অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। তারপরও সবার চোখেমুখে ছিল স্বস্তি।

 

বিবার্তা/জুবায়ের/নিশি 

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com