শিরোনাম
আখ মাড়াইয়ে যাচ্ছে নাটোর ও নর্থ বেঙ্গল চিনিকল
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ২০:১০
আখ মাড়াইয়ে যাচ্ছে নাটোর ও নর্থ বেঙ্গল চিনিকল
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৩২ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার থেকে আখ মাড়াই শুরু করতে যাচ্ছে নাটোর ও নর্থ বেঙ্গল চিনিকল।


চিনিকল দুটি চার লাখ ১০ হাজার টন আখ মাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


নাটোর সুগার মিল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এক লাখ ৬০ হাজার টন আখ মাড়াই করে ১২ হাজার টন চিনি উৎপাদন করবে মিলটি। এ বছর আখ থেকে চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে ৭.৫ শতাংশ। মিলগেট ছাড়াও চিনিকলের ৫১টি কেন্দ্রে কৃষকদের কাছ থেকে ১১০ টাকা মণ দরে আখ ক্রয় করা হবে।


আখ সংকটের কারণে আগের মৌসুমে চিনিকলটি এক লাখ সাত হাজার টন আখ মাড়াই করে মাত্র সাত হাজার ৪৪ টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়েছিল।


তবে চলতি মৌসুমে কৃষকদের আখ চাষে সহযোগিতার জন্য নাটোর চিনিকল এলাকার প্রায় পাঁচ হাজার আখ চাষিকে সাড়ে ছয় কোটি টাকার বীজ, সার ও সেচ খাতে ঋণ প্রদান করেছে। চিনিকল এলাকায় জমিতে বর্তমানে দুই লাখ ৫০ হাজার টন পরিমাণের আখ রয়েছে।


নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ জানান, বর্তমানে এলাকায় বিদ্যমান ৯০টি পাওয়ার ক্রাশার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। আখের জমির জলাবদ্ধতায় প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে চলতি মৌসুমে নাটোর চিনিকলের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে।


অপরদিকে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে দুই লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২০ হাজার ৬২৫ মেটিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৮.২৫ শতাংশ। এ বছর মাঠে ২১ হাজার ২৮৮ একর জমিতে আখের আবাদ হয়েছে। এর মধ্যে নর্থ বেঙ্গল সুগার মিলের নিজস্ব ২ হাজার ৩৩৮ একর জমিতে এবং চাষিদের ১৮ হাজার ৯শত একর জমিতে আখের আবাদ হয়েছে। এ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৬৮৯ মেট্রিক টন আখ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া নর্থ বেঙ্গল চিনিকল এলাকার প্রায় ৭ হাজার কৃষককে ৭ কোটি টাকা ইক্ষু ঋণ দেয়া হয়েছে।


নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আজিজ জানান, এ বছর চিনিকল এলাকায় কোন পাওয়ার ক্রাশার কার্যক্রম পরিচালনা করছে না। গত মৌসুমে ১ লাখ ৬৮ হাজার টন আঁখ মাড়াই করে ১০ হাজার ৬৩৫ টন চিনি উৎপাদন করে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছিল। তবে চলতি মৌসুমে চিনিকলটি লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে তিনি আশা করেন।


বিবার্তা/জুবায়ের/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com