শিরোনাম
যশোরে পাখি রাখার দায়ে জরিমানা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৯:৫৭
যশোরে পাখি রাখার দায়ে জরিমানা
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর শহরের মাছ বাজার এলাকার দুটি পাখির দোকানে অভিযান চালিয়ে ১৩টি পাখি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাখি ব্যবসায়ী সুজন সাহা ও আনোয়ার মল্লিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমান।


আদালত সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের বড় বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাছ বাজার এলাকার সুনীল স্টোর ও মল্লিক স্টোর নামে দুটি দোকান থেকে ৮টি বিদেশি পাখি এবং তিনটি টিয়া ও দুইটি ঘুঘু পাখি উদ্ধার করা হয়।


পরে বিকেলে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে পাখি ব্যবসায়ী সুনীল স্টোরের মালিক সুজন সাহা ও মল্লিক স্টোরের মালিক আনোয়ার মল্লিকের কাছ থেকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।


পরে উদ্ধার হওয়া টিয়া ও ঘুঘু পাখি কালেক্টরেট প্রাঙ্গণে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়। এছাড়া বিদেশি পাখি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন পেশকার বদিউজ্জামান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com