শিরোনাম
বাসররাতে বর নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার
প্রকাশ : ২৭ মে ২০১৭, ১৩:৩৫
বাসররাতে বর নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার
সিলেট ব্যুারো
প্রিন্ট অ-অ+

সিলেটের গোয়ানইঘাট উপজেলায় ছয়দিন আগে বাসররাতে আসাব উদ্দিন (৩২) নামে এক বর নিখোঁজ হয়েছিলেন। অবশেষে শনিবার তাকে উদ্ধার করে পুলিশ।  

 

ঘটনাটি ঘটেছে গোয়ানইঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল লক্ষ্মীনগর গ্রামে। আসাব উদ্দিন ওই গ্রামের বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে।

 

জানা যায়, গত ২১ মে ওমান ফেরত আসাব উদ্দিন বিয়ে করেন একই গ্রামের এক তরুণীকে। বিয়ের রাত ১০টার দিকে তিনি বাড়ির পাশের একটি দোকানে যান এবং সেখান থেকে নিখোঁজ হন।

 

এ ঘটনায় পরদিন (২২ মে) আসাব উদ্দিনের মা আনোয়ারা বেগম বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার ছেলে আসাব উদ্দিনকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

 

এদিকে, শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসাব উদ্দিনকে উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তাকে গোয়াইনঘাট থানায় রাখা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, আসাব উদ্দিনকে জিজ্ঞাসাবাদের পর তার নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটন করা যাবে।

 

বিবার্তা/খলিল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com