শিরোনাম
সাভারে ‘জঙ্গি আস্তানা’য় বোমা নিষ্ক্রিয়কারী দল
প্রকাশ : ২৭ মে ২০১৭, ১২:৩৬
সাভারে ‘জঙ্গি আস্তানা’য় বোমা নিষ্ক্রিয়কারী দল
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পৌঁছেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।

 

শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দলটি। এরপরই তারা বাড়িটির ভেতরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর ওই বাড়ির আশপাশের সব বাড়ি থেকে সবাইকে সাময়িকভাবে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করা হয়। তবে কাউকে আতঙ্কিত না হতেও বলা হয়। এর পরপরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

 

শুক্রবার রাত ১০টা থেকে মধ্যগ্যান্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ছয়তলা একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বাড়িটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ রয়েছে বলে জানিয়েছে তারা।

 

ওই বাড়িটি ঘেরাওয়ের আগে সন্ধ্যা সাড়ে ৭টায় একই এলাকায় অপর একটি পাঁচ তলা বাড়ি ঘেরাও করে পুলিশ। তবে ওই বাড়িটিতে সন্দেহভাজন জঙ্গি কিংবা কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। এরপর রাতে দ্বিতীয় বাড়িটিতে তল্লাশি শেষে সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদের তথ্য জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট। রাত গভীর হওয়ায় অভিযান জোরালো করা হয়নি।

 

সকালের পর পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বাড়িটি ঘিরে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইতিমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে বাড়িটিতে পানি ছোড়া হচ্ছে।

 

বিবার্তা/আছিয়া/নিশি

 

>> সাভার জঙ্গি আস্তানা থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com