শিরোনাম
শৈলকুপায় ফেরি দুইটি অচল, দেখার কেউ নেই!
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:০৭
শৈলকুপায় ফেরি দুইটি অচল, দেখার কেউ নেই!
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক ও জনপথ বিভাগের সচল দুইটি ফেরি পাঁচ বছর ধরে অচল হয়ে পড়ে আছে। অযত্ন আর অবহেলায় পড়ে থাকায় চুরি হয়ে যাচ্ছে ফেরির মূল্যবান যন্ত্রাংশ। কিন্তু দেখার যেন কেউ নেই।


শৈলকুপার লাঙ্গলবাঁধ নাদুরিয়া খেয়াঘাটে ফেরি দুইটি অচল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১২ সালে সড়ক ও জনপদ বিভাগ লাঙ্গলবাঁধ নাদুরিয়া খেয়াঘাটে বগুড়া ও মাদারীপুর থেকে দুইটি ফেরি আনে। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রভাবশালীদের যোগসাজসে চালক মোজাম্মেল হক ফেরি চালু করে। পারাপারকৃত যানবাহন থেকে মোজাম্মেল বিনা রশিদে টাকা উত্তোলন করে আত্মসাৎ করতো। বিষয়টি কর্তৃপক্ষ জানতে পেরে মোজাম্মেল হকের নামে বিভাগীয় মামলা দায়ের করে। সেই সাথে বন্ধ হয়ে যায় ফেরি।


তারা আরো জানায়, ফেরি চালু না থাকায় এলাকার যানবাহন একশ কিলোমিটার ঘুরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাচ্ছে। এতে সময়ের অপচয়ের সাথে বাড়ছে মানুষের ভোগান্তি।


কয়েক লাখ টাকায় নির্মাণ করা ফেরিঘাট ধ্বংশ হয়ে যাচ্ছে অবহেলায় সেই সাথে ফেরি দুইটি পড়ে থাকায় চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। এলাকাবাসী এ সমস্যার সমাধান চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।


যোগাযোগ করা হলে এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি।


বিবার্তা/কোরবান/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com