শিরোনাম
শেরপুরে চিকিৎসকদের মানববন্ধন
প্রকাশ : ২৫ মে ২০১৭, ১৯:২৯
শেরপুরে চিকিৎসকদের মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে গত ১৯ মে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিকিৎসকদের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে চিকিৎসকরা।


বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে বিএমএ শেরপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এমএ বারেক তোতার সভাপতিত্বে বিএমএ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নাদিম হাসান, সহ-সভাপতি ডা. মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. খায়রুল কবীর প্রমুখ বক্তব্য দেন।


এসময় বক্তারা বলেন, সেন্ট্রাল হাসপাতালে রোগীর অনাকাংখিত মৃত্যুকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে চিকিৎসকদের উপর বর্বরোচিত হামলা ও ভাংচুর করেছে তা সভ্য সমাজের সংস্কৃতি নয়।


বিবার্তা/সানী/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com