শিরোনাম
কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে শপথ গ্রহণ
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৬:৫৩
কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে শপথ গ্রহণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাল্যবিবাহ না করার শপথ নিয়েছে কুড়িগ্রামের নারিকেলবাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকালে স্কুলে আন্তঃবিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া অতিথিগণও এসময় শিশু বিবাহ বন্ধ করতে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে শপথ বাক্য পাঠ করেন।


আন্তঃবিতর্কের বিষয় ছিল ‘আইনের সঠিক বাস্তবায়নই পারে শিশু বিবাহ বন্ধ করতে’।



পরে মজিবর রহমান সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরদার, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়ক মাহফুজুর রহমান, ইএসডিও উপজেলা টেকনিক্যাল অফিসার আহছানুল কবির বুলু, কমিউনিটি ফেসিলেটেটর মনিরা পারভীন, ম্যানেজিং কমিটি সদস্য ডা. ইফতেখারুল ইসলাম, আইয়ুব আলী, আব্দুলাহীল মুজিব প্রমুখ বক্তব্য দেন।


বিবার্তা/সৌরভ/জেমি


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com