শিরোনাম
তালায় স্থগিত জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হিল্লোল ও রুবি
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৯:১৭
তালায় স্থগিত জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হিল্লোল ও রুবি
কাজী নজরুল ইসলাম হিল্লোল ও মাহফুজা সুলতানা রুবি
তালা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় তালা উপজেলার ৫ ইউনিয়ন নিয়ে গঠিত (১৪নং ওয়ার্ডে) জেলা পরিষদ সদস্য পদে স্থগিত হওয়া নির্বাচন মঙ্গলবার পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।


নির্বাচনে তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল (টিউবওয়েল প্রতীক) ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (বক প্রতীক) পেয়েছে ১৬ ভোট। এছাড়া সাংবাদিক মফিদুল ইসলাম (সিলিং ফ্যান প্রতীক) পেয়েছেন ৯ ভোট, শরিফুল ইসলাম (হাতি প্রতীক) পেয়েছেন ৭ ভোট, শহিদুল ইসলাম (ঘুড়ি প্রতীক) পেয়েছেন ৭ ভোট এবং মো. আতিয়ার রহমান (তালা প্রতীক) পেয়েছেন ১ ভোট।


সংরক্ষিত নারী ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি (দোয়াত কলম প্রতীক) ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিলা ইসলাম জুই (দেয়াল ঘড়ি প্রতীক) ৭৫ ভোট পেয়েছেন।


নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং তালা উপজেলা কৃষি অফিসার মো. শামছুল আলম জানান, এ নির্বাচনে ৫ ইউনিয়নের ৬৫ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এরমধ্যে একটি ভোট বাতিল করা হয়। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পাটকেলঘাটা হারুণ-অর রশিদ কলেজ কেন্দ্রে উক্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


বিবার্তা/সেলিম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com