শিরোনাম
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোট শুরু
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১০:৪০
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ভোট শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১৪নং ওয়ার্ডের স্থগিত থাকা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।


কুড়িগ্রাম ১৪নং ওয়ার্ডে প্রার্থী ছিল ৬জন। এতে জাইদুল ইসলাম মিনুর প্রার্থী খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের লাইসেন্স থাকায় তার প্রার্থী বাতিল চেয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দেন আবিদ শাহরিয়ার জ্যাপলিন।


জাইদুল ইসলাম মিনু নামের প্রার্থী ঐ স্থগিত থাকা নির্বাচনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট চলতি বছরের ১৮ মে স্থগিত থাকা নির্বাচনের বিরুদ্ধে রায় দেন। কোন রকম বাধা না থাকায় আজ ২৩ মে নির্বাচন গ্রহনের ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দস বলেন, জেলা পরিষদ নির্বাচনে রৌমারী উপজেলার ৫টি ইউনিয়নের ৬৮জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করছেন। রৌমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com