শিরোনাম
যশোরে ধর্ষকের যাবজ্জীবন
প্রকাশ : ২২ মে ২০১৭, ২০:২৫
যশোরে ধর্ষকের যাবজ্জীবন
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের কেশবপুর উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে শাহাজালাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। শাহাজালাল কেশবপুরের বরণডালি গ্রামের ওজিয়ার রহমান সরদারের ছেলে।


সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনাকারী বিশেষ পিপি ইদ্রিস আলী সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলা সূত্রে জানা গেছে, বরণডালি গ্রামের এক তরুণীর সাথে আসামি শাহাজালালের প্রেম ছিল। ২০১০ সালের ১৯ মার্চ আসামি ওই তরুণীকে তার বোনের বাড়ি যশোর শহরে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এরপর তাকে বিয়ে করবে বলে অপরিচিত এক জায়গায় নিয়ে অপরিচিত এক ব্যক্তির মাধ্যমে একটি নীল কাগজে স্বাক্ষর করে বিয়ে হয়ে গেছে বলে জানায় শাহাজালাল। এরপর দুইদিন বিভিন্ন আত্মীয় বাড়ি রেখে শাহাজালাল ওই তরুণীকে ধর্ষণ করে।


এরপর বাড়িতে গিয়ে শাহাজালাল তাকে তার নিজ বাড়িতে চলে যেতে বলে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহাজালাল তাকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দিতে চায়। এ সময় ওই তরুণীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে প্রকৃত ঘটনা তাদের জানায়। শাহাজালাল এসময় পালিয়ে যায়।


পরে স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহাজালালকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি শাহাজালালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত শাহাজালাল কারাগারে আটক।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com