শিরোনাম
পলাশে বিষ ঢেলে খামারের মুরগী মেরেছে দুর্বৃত্তরা
প্রকাশ : ২১ মে ২০১৭, ২৩:৩৯
পলাশে বিষ ঢেলে খামারের মুরগী মেরেছে দুর্বৃত্তরা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশে বিষ ঢেলে খামারের প্রায় পাঁচ শতাধিক মুরগীর বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে পলাশের বারারচর গ্রামে এ ঘটনা ঘটে।


খামারের মালিক আবুল বাসারের মা জানান, আমাদের বাড়ি থেকে প্রায় ৫’শ গজ দূরে দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ গরু ও মুরগীর খামার করে আসছি। কোনোদিন কোনো ক্ষতি হয়নি। এই খামারে একটি সেটে ১৫/২০ দিন হয় দুই হাজার তিন’শ বয়লার মুরগীর বাচ্চা তুলেছি। রবিবার সকালে আমার ছেলে আবুল বাসার খামারে গিয়ে দেখে মুরগীর বাচ্চা মরে গেছে। এই অবস্থা দেখে আশপাশের লোকজনকে ডেকে আনা হয়।


তিনি আরো জানান, এই খামারে রাজমিস্ত্রির কাজ করা নিয়ে পাশ্ববর্তী মাসুদ ও সফিকুলের সাথে দু’দিন আগে দ্বন্দ্ব হয়েছিল। এই জেরেই তারা এই কাজটি করেছে বলে ধারনা করা হচ্ছে।


এবিষয়ে এনামুল হক ভূঁইয়া বাদি হয়ে পলাশ থানায় একটি অভিযোগ করলে পুলিশ মাসুদ ও সফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়।


ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে পলাশ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেছেন, অভিযোগের ভিত্তিতে মাসুদ ও সফিকুলকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে দেখছি তারা জড়িত কিনা, তবে দু’দিন আগের রেশধরে ধারনা করা হতে পারে তারাই এই কাজের সাথে জড়িত থাকতে পারে।


বিবার্তা/রাসেল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com