শিরোনাম
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মেন্টর প্রশিক্ষণ
প্রকাশ : ২১ মে ২০১৭, ২০:০২
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মেন্টর প্রশিক্ষণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাল্য বিবাহ প্রতিরোধ, যৌন হয়রানি বন্ধ এবং শিক্ষাক্ষেত্র থেকে ঝরে পড়া রোধে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মেন্টর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন স্টেপস্ স্টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের (এসএসডি) আয়োজনে ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় রবিবার দিনব্যাপী মানবকল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসরকারি সংগঠন মানব কল্যাণ পরিষদের পরিচালক রবিউল আজম, এসএসডি’র সমন্বয়কারী চন্দন কুমার লাহিড়ী, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


পরবর্তীতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে বাল্য বিবাহ প্রতিরোধ, যৌন হয়রানি বন্ধ এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ধারণা ও এর প্রতিকার সম্পর্কে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ঠাকুরগাঁও এনজিও সেলের সমন্বয়কারী ও সমাজকর্মী নাজনিন বেগম ও এমকেপি’র কর্মকর্তা সিদ্দিকা খানম। প্রশিক্ষণে ৫টি বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।


‌বিবা‌র্তা/বিধান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com